আপনি কি সম্ভবতঃ ভেবে দেখতে পারেন যে যোহন বাপ্তাইজকের যাজকত্বের বিষয় কোনো প্রয়োজন নেই বা আছে? ঈশ্বরের লিখিত বাক্যানুসারে আপনি অবশ্যই এটা বিশ্বাস করবেন| যীশু খ্রীষ্টের যাজকত্বের কাঠামোর মধ্যে আমরা অবশ্যই যোহন বাপ্তাইজকের যাজকত্ব বুঝব ও বিশ্বাস করব| নুতন নিয়মে যোহন বাপ্তাইজক হলেন মালাখি পুস্তকের ৪ অধ্যায়ের ৪ থেকে ৫ পদ অনুসারে পৃথিবীতে প্রেরিত হতে প্রতিজ্ঞাত এলিয় ভাববাদী| এলিয় ভাববাদীরূপে যীশুর ছয় মাস পূর্বে যোহন বাপ্তাইজক জন্ম গ্রহণ করেন, তিনি ছিলেন সেই ব্যক্তি যিনি যর্দন নদীতে ত্রিশ বত্সর বয়সে যীশুকে বাপ্তিস্ম দিয়ে তাঁর উপরে এই জগতের সকল পাপ বর্তালেন| এইরূপে আমরা যোহন বাপ্তাইজকের যাজকত্ব জেনে ও যীশু খ্রীষ্টের যাজকত্ব গ্রহণের দ্বারা আমরা অবশ্যই ঈশ্বরের আশীর্বাদ গ্রহণকারী হলাম|