খ্রীষ্টিয়ানরা আজ জানেনা জল ও আত্মার সত্য সুসমাচার কি যা ঈশ্বর তৈরী করেছেন ও আমাদের দিয়েছেন৷ এইরূপে তারা অবিরত খ্রীষ্টধর্মের মতবাদ বিশ্বাস করেছে তবে জল ও আত্মার সুসমাচার নয়| এই কারণে জন্যই ঐ ঘটনায় যীশুতে তাদের বিশ্বাসের দাবি থাকা স্বত্তেও, তারা অবিরত স্বর্ণময় গো-বত্স অনুসরণ করছে ও বিশ্বাস করছে| আমরা অবশ্যই ঐ গুলি দেখে বুঝব যে খ্রীষ্টধর্মের মধ্যে ঈশ্বর স্বরূপে স্বর্ণময় গো-বত্স-এর পূজা করা| আর প্রকৃত ঈশ্বরের সন্মুখ থেকে পশ্চাদাপরসন করা, আমরা অবশ্যই ঈশ্বরের ধার্মিকতার নৈবেদ্য উত্সর্গ করব| বলি যা ধার্মিকতার বলি, ঈশ্বর আনন্দের সহিত গ্রহণ করেন জল ও আত্মার সুসমাচার বিশ্বাসে পাপের ক্ষমা গ্রহনের পর লোকেদের বিশ্বস্ততার নৈবেদ্য| জল ও আত্মার সুসমাচার বিশ্বাস দ্বারা আপনি ঈশ্বর প্রদত্ত ধার্মিকতার নৈবেদ্য উত্সর্গ করবেন কি-না তা ঈশ্বরের সাক্ষাতে অবশ্যই আপনাকে ভয়ানক ভাবে চিন্তা করতে হবে|