আজ ঈশ্বর জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসীদের বিশ্বাসে উপর তাঁর মন্ডলী খুঁজে পেয়েছেন| ঈশ্বরের মন্ডলীতে তারাই ভিড় করে যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাসের দ্বারাই রক্ষা পেয়েছে| অতএব, যদি আপনার হৃদয়ে জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস থাকে, আপনি তখন বিশ্বাসে প্রকৃত জীবনে নেতৃত্ব দিতে পারবেন| এইরূপ বিশ্বাসের একটি জীবন কেবল ঈশ্বরের মন্ডলীতেই সম্ভব| অধিকন্তু, এইরূপ বিশ্বাস কেবল আমাদের প্রভুর রাজ্য চিরকাল যাপনের উদ্দেশ্য উপযুক্ত বিশ্বস্ততা প্রদান করে| এই বিশ্বাসের মাধ্যমে আমরা অবশ্যই পরিত্রাণের প্রেম ও পিতা ঈশ্বর যীশু খ্রীষ্ট ও পবিত্র আত্মা থেকে স্বর্গীয় সকল আধ্যাত্মিক আশীর্বাদ গ্রহণ করব|