আমাদের অবশ্যই বিশ্বাস থাকবে যা প্রেরিতদের ছিল এবং তারাও তদ্রুপ বিশ্বাস করতেন, তাদের বিশ্বাস ও মাধুর্য্য পবিত্র আত্মার থেকে আসত| প্রেরিতগণ যীশু খ্রীষ্ট, তাঁর পিতা ও পবিত্র আত্মাতে তাদের ঈশ্বরের মতো বিশ্বাস করতেন|
প্রেরিত পৌল স্বীকার করেন যে তিনি খ্রীষ্টের সহিত মৃত্যু এবং তাঁর সহিত নতুন জীবন প্রাপ্ত| তিনি যীশু খ্রীষ্টতে বাপ্তাইজিত বিশ্বাসে ঈশ্বরের হাতিয়ার স্বরূপ হইলেন (গালাতীয় ৩:২৭)| ঈশ্বরের সুসমাচারের বাপ্তিস্ম দেখতে পাওয়া যায়, যা যীশু গ্রহণ করেছিলেন, রক্ত যা তিনি ক্রুশের উপর সেচন করলেন, এবং পবিত্র আত্মা দান করলেন যেন তিনি প্রত্যেকের মধ্যে বাস করেন, যারা জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করেন| আপনি কি এই প্রকৃত সুসমাচার জানেন ও বিশ্বাস করেন? এটাই আসল সুসমাচার যা প্রেরিতগণও বিশ্বাস করতেন৷ এই কারণে আমরাও সকলে অবশ্যই জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস করব|