আদিপুস্তকের মাধ্যমে, ঈশ্বর প্রত্যাশা করেন আমাদের প্রতি তাঁর মধুর ভাব আমরা উপলব্ধি করি| আমাদের জন্য ঈশ্বরের ইচ্ছা কোথায় প্রকাশিত হয়েছে? এটা জল ও আত্মার সত্য সুসমাচারে প্রকাশিত হয়েছে যা ঈশ্বর যীশু খ্রীষ্টের মাধ্যমে সম্পাদন করেছেন| আমরা অবশ্যই বিশ্বাসের দ্বারা ঈশ্বরের এই মধুর ভাবের মধ্যে আসব যা জল ও আত্মার সুসমাচারে সুস্পষ্টভাবে প্রকাশিত| তদ্রুপ করবার দ্বারা, যখন আমরা ঈশ্বরের বাক্য ধ্যান করি তখন আমাদের মধ্যে থাকা মাংসিক বিষয়গুলি দুর করা প্রয়োজন, এবং যেভাবে আছে সে ভাবে ঈশ্বরের বাক্য বিশ্বাস করা আবশ্যক| এই মুহূর্ত পর্যন্ত আমাদের যত ভুল ধারণা আছে তা দূর করা উচিত, আর ঈশ্বরের ধার্মিকতায় আমাদের বিশ্বাস স্থাপন করে আধ্যাত্মিক চোখ খুলে রাখা আবশ্যক|