রোমীয় পুস্তকে প্রকাশিত ঈশ্বরের ধার্মিকতা - আমাদের প্রভুর মাধ্যমে প্রকাশিত ঈশ্বরের ধার্মিকতা (২)
Paul C. Jong
এই বইয়ের কথা গুলি আপনার হৃদয়ের আকাঙ্খাকে তূপ্ত করবে। প্রতিদিনের যে পাপের কারণে যে সমস্যা হচ্ছে তা থেকে বেরিয়ে আসার প্রকৃত সমাধান না জেনেই বর্তমান খ্রীষ্টিয়ানগণ সাধারণ জীবন যাপন করছে। আপনি কি জানেন ঈশ্বরীয় ধার্মিকতা কি? লেখক আশা করেন আপনি নিজেকে এই প্রশ্নটি করবেন এবং এই বইয়ে প্রদর্শিত ঈশ্বরীয় ধার্মিকতায় বিশ্বাস করবেন।
পূর্ব থেকে নির্ধারিত ও মনোনীত, বিচার এবং পবিত্রতার ক্রমবৃদ্ধি - এই গুলো প্রধান খ্রীষ্টিয় মতবাদ যা বিশ্বাসীদের মধ্যে দ্বিধা এবং শূণ্যতা সৃষ্টি করেছে । কিন্তু এখন অনেক খ্রীষ্টিয়ানকে নুতন করে ঈশ্বরকে জানতে হবে, তার ধার্মিকতা সম্বন্ধে জানতে হবে এবং নিশ্চিত বিশ্বাসে জীবন যাপন করতে হবে । এই বইটির মাধ্যমে আপনি অনেক মহৎ বিষয় বুঝতে পারবেন , যা আপনার জন্য শান্তি আনয়ন করবে। লেখক চান যেন আপনি ঈশ্বরীয় ধার্মিকতার আশীর্বাদ লাভ করতে পারেন।