আজকের খ্রীষ্টানদের তাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন আনা প্রয়োজন। ঈশ্বর-দত্ত জল ও আত্মার সুসমাচারকে তাদের প্রকৃত পরিত্রাণ হিসেবে বিশ্বাস করতে হবে। প্রভু আমাদেরকে এই জল ও আত্মার সুসমাচার দান করেছেন বলে আমাদের সকলেরই প্রভুকে কৃতজ্ঞতা জানানো উচিৎ। কিন্তু তা না করে, আমরা কি করে বলি যে, প্রভুর পরিত্রাণের কার্য যা আমাদেরকে জগতের সমস্ত পাপ থেকে মুক্ত করেছে তা ত্রুটিপূর্ণ?
জল ও আত্মার সুসমাচারের উপর লেখা এই বইটির মাধ্যমে সকলে প্রভুর পরিত্রাণ কার্যে বিশ্বাস করবেন যা প্রভু আমাদের জন্য একবারে চিরকালের জন্য সম্পন্ন করেছেন। আর এখন এভাবে, প্রভুর জল ও আত্মার সুসমাচারে বিশ্বাস স্থাপনের দ্বারা প্র্রত্যেককে অবশ্যই পূণর্জন্ম লাভ করতে হবে। যদি আপনি এখনো এই বিষয়ে নিশ্চিৎ না হয়ে থাকেন, তাহলে আপনার আরো একবার ঈশ্বরের ধার্মিকতা যা প্রভু আপনাকে দিয়েছেন- তা গভীরভাবে ধ্যান করা উচিৎ।