৯/১১ এর সন্ত্রাসী হামলার পর, www.raptureready.com, নামক শেষের সময়ের বিষয়ে তথ্যপ্রদানকারী ওয়েবসাইটটিকে, ৮০ লক্ষের বেশী বার দেখা হয়েছিল বলে খবর এসেছিল, এবং CNN ও TIMES এর যৌথ জরিপ অনুসারে, ৫৯% বেশী আমেরিকানরা এখন নতুন নিয়মের শেষ বইটির দার্শনিক তত্ত্বে বিশ্বাস করে|
সময়ের এহেন চাহিদার প্রতি সাড়া দিয়ে, পবিত্র আত্মার পরিচালনায় সমগ্র শাস্ত্রের প্রেক্ষাপটে খ্রীষ্টারীর আগমন, সাধুদের সাক্ষ্যমর হওয়া ও তাদের একত্রীকরণ, সহস্র বত্সরের রাজত্ব, এবং নূতন আকাশ ও পৃথিবীসহ প্রকাশিত বাক্যের মুখ্য বিষয়বস্তুগুলির একটি পরিস্কার ব্যাখা উপস্থাপন করেন|
এই বইটি লেখকের অনুপ্রেরনাদায়ক শিক্ষা সহ প্রকাশিত বাক্য পুস্তকের প্রতিটি পদের উপরে ভাষ্য প্রদান করে| যে এই বইটি পাঠ করে সে এই জগতের জন্য ঈশ্বরের কাছে যে পরিকল্পনা আছে সেই সবগুলি জানতে পারবে|