নূতন জন্ম সম্বন্ধে এই যাবত অনেকগুলি খ্রীষ্টিয় বই লেখা হয়েছে , কিন্তু শাস্ত্রের সাথে নিগুঢ় সম্পর্ক রেখে লিখিত এই বইটি জল ও আত্মার প্রচারের ক্ষেত্রে সর্বপ্রথম বই। জল ও আত্ম হতে নূতন জন্ম না পেলে মানুষ স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারে না । নূতন জন্ম লাভ করার অর্থ হল যীশুর বাপ্তিস্ম ও ক্রুশীয় রক্তে বিশ্বাসের মাধ্যমে একজন পাপী সারা জীবনের পাপ থেকে মুক্ত হওয়া। আসুন আমরা জল আত্মার সুসমাচারে বিশ্বাস করি এবং পাপহীন ধার্মিক হিসাবে স্বর্গরাজ্যে প্রবেশ করি।