Вопрсы о Христианской Вере
Тема 1: Рождение свыше от воды и Духа
1-20. বাইবেল অনুসারে কপটী (ছলনাকারী) কে?
যীশুতে বিশ্বাস স্থাপনের পরেও যার মধ্যে পাপ আছে সে কপটী, তীত ৩:১১ পদে লেখা আছে, “এরূপ ব্যক্তি বিগড়াইয়া গিয়াছে, এবং সে পাপ করে, আপনি আপনাকে দোষী করে।”
যীশু তাঁর বাপ্তিস্মের দ্বারা আমাদের সব পাপ ধুয়ে দিয়েছেন, -কিন্তু একজন কপটী এই সত্য সুসমাচার বিশ্বাস করে না। জল (যীশুর বাপ্তিস্ম, পাপ থেকে উদ্ধারের বাপ্তিস্ম) যা ঈশ্বরের আশীর্বাদযুক্ত উপস্থিতি। কপটীরা বরং পরিত্রাণ অবজ্ঞা করে এবং নিজেদের পাপী হিসাবে প্রতিপন্ন করে।
যারা যীশুকে বিশ্বাস স্থাপন করার পরেও নিজেদের পাপী মনে করে ঈশ্বর তাদেরকে ‘কপটী’ বলেছেন (তীত ৩:১১ পদ)। আপনি নিজেই চিন্তা করুন আপনি একজন কপটী কিনা। যদি আপনি যীশুতে বিশ্বাস করেন, অথচ তারপরও নিজেকে পাপী মনে করেন; তাহ’লে আপনি আত্মিক সত্য জানেন না, জল ও আত্মার সুসমাচার জানেন না।
যীশুতে বিশ্বাস করার পরেও আপনি যদি নিজেকে পাপী মনে করেন, -তাহ’লে আপনি একজন কপটী। আপনি জল ও আত্মার সুসমাচারের পরিত্রাণ এড়িয়ে যাচ্ছেন এবং ইপনি প্রমান করছেন যে আপনি ঈশ্বরের সন্তান নন। যদি আপনি সেই সব লোকদের একজন হয়ে থাকেন যারা ঈশ্বরের সাক্ষাতে নিজের পাপ স্বীকার করার পরেও নিজেকে পাপী মনে করে, তাহ’লে আপনার সেই বিশ্বাসকে বিশেষভাবে পুণবিবেচানা করা উচিত।
যীশু আপনার সমস্ত পাপ তুলে নেওয়ার পরেও আপনি কিভাবে আর পাপী থাকতে পারেন? যীশুই যখন আপনার স্থলে মূল্য দিয়ে আপনাকে অনন্ত পরিত্রাণ উপহার দিয়েছেন তখনও আপনি কেন নিজেই তাঁর মূল্য দিতে চাইছেন? এখনও যদি আপনি নিজেই আপনার পাপের মূল্য পরিশোধ করতে চান তাহ’লে আপনি একজন কপটী, কারণ আপনি ঈশ্বরের পরিকল্পনা অগ্রাহ্য করছেন। যে কেউ যীশুতে বিশ্বাস করার পরেও নূতন জন্ম লাভ করেনি সে একজন কপটী। সত্য আপনাকে অবশ্যই জনতে হবে।
কারণ, ঈশ্বর আমাদের সমস্ত পাপ তুলে নিয়েছেন, এই সত্য অবজ্ঞা করলে, তাঁর পরিত্রাণ অবজ্ঞা করলে আপনি একজন কপটী। যে নিজেকে পাপী বিবেচনা করে সে একজন কপটী। পবিত্র ঈশ্বরে বিশ্বাস করার পরেও যদি আপনি নিজেকে পাপী মনে করেন তাহ’লে আপনি একজন কপটী। যদি নিজেকে কপটী না করতে চান, তাহ’লে যীশুর বাপ্তিস্ম ও ক্রুশীয় রক্তে আপনাকে বিশ্বাস স্থাপন করতে হবে।
আপনি যখন একই সাথে যীশুর বাপ্তিস্ম ও তাঁর রক্তে বিশ্বাস করবেন কেবলমাত্র তখনই আপনি পাপ থেকে উদ্ধার পাবেন।
- Перед
1-32. Если мы скажем, что Иисус уже устранил все наши грехи в прошлом, настоящем и будущем, согласно вашему утверждению, то как сложится будущее человека, который будет постоянно совершать грехи, думая о том, что он уже получил прощение за свои грехи, поверив в крещение Иисуса и Крест? Даже если этот человек убьет другого человека, он будет думать, что искупил даже такой грех через Иисуса. Поэтому он будет продолжать грешить без всяких колебаний, просто веря, что Иисус уже избавил его от грехов, которые он совершит в будущем. Пожалуйста, объясните мне эти вещи.