Search

আমাদের সম্পর্কে

The New Life Mission

প্রাকৃতিক বিপর্যয়, কৃত্তিম বুদ্ধিমতা এবং কোয়ান্টাম কম্পিউটিং এর বৃদ্ধির সাথে সাথে, এই জগত একটি ছুটন্ত ট্রেনের মতই আরো অধিক গতিতে তার চূড়ান্ত গন্তব্য বা বিনাশের দিকে ধাবিত হচ্ছে৷ জগত এখন যে দ্রুত গতিতে পরিবর্তনসমূহকে ঘটতে দেখছে, তেমনটা পূর্বে মানব ইতিহাসে কখনও এর চাইতে অধিক পরিবর্তন সে দেখে নি৷ তবে, এই সকল ঘটনা, এই পৃথিবীতে প্রভুর আগমনের পূর্বে সূচিত হওয়া বিপর্যয় ও ক্লেশের ইঙ্গিত বহন করছে মাত্র৷ এই রকম একটি সময়ে জীবনযাপন করবার ফলে, আজ মানুষের কাছে এই জগতের সাথে আবদ্ধ আরো অধিক এক ব্যস্ততাপূর্ণ জীবন পরিচালনা করা ছাড়া আর কোনো উপায় নেই, এবং যার ফলে তাদের হৃদয় ঈশ্বরের থেকে আরো দুরে স্খলিত হচ্ছে৷ একদিন ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়াবার জন্য খ্রীষ্টারীর উত্থান হবে এবং সে জগত শাসন করবে৷ সুতরাং, আমরা এখন যে আত্মিক দুর্ভিক্ষের সময়ে জীবনযাপন করছি সেটা উপলব্ধি করে, আমাদেরকে অবশ্যই প্রভু প্রদত্ত জল ও আত্মার সুসমাচারের বাক্যে বিশ্বাস করতে, এবং তাঁর প্রজায় পরিণত হতে হবে৷ এই রকম একটি যুগে আমরা যারা বাস করছি, আমাদের সকলের উপলব্ধি করা উচিত যে The New Life Mission পরিত্রাণের আলোক বিকিরণ করছে৷ কেন আপনাকে যীশু খ্রীষ্টে বিশ্বাস করে আপন পাপ থেকে পরিত্রাণ পেতেই হবে তার কারণ ও সঠিক উত্তরের দিকে এই মিশন অঙ্গুলি নির্দেশ করছে৷

  • ইতিহাস ও উদ্দেশ্য

    ১৯৯১ সালে রেভাঃ পল সি.জং কর্তৃক স্থাপিত, The New Life Mission একটি অলাভজনক, স্বাধীন মিশন সংস্থা৷ এর লক্ষ্য বিভিন্ন ফরম্যাটে নিজের পুস্তক পরিচর্যা বা লিটারেচার মিনিস্ট্রির মাধ্যমে সমগ্র জগতে সকলের কাছে ঈশ্বরের বাক্য ছড়িয়ে দেওয়া৷ যাতে প্রত্যেকে ও যে কেউ জল ও আত্মা হতে নূতন জন্ম লাভ করতে পারে, সেই কারণে, এর পরিচর্যার মূল কেন্দ্রবিন্দু, মুদ্রিত পুস্তক, ই-বুক ও অডিও বুক বা শ্রবণক্ষম পুস্তক প্রকাশ ও বিতরণ করা৷ The New Life Mission -এর দক্ষিন কোরিয়ার সিউলে কেন্দ্রীয় দফতর বা হেড কোয়ার্টার, এবং সমগ্র পৃথিবীতে ৮০ টিরও বেশি দেশে এর সহকর্মী রয়েছে৷ রেভাঃ পল সি.জং-এর সাথে একত্রে এই সহকর্মীরা ঈশ্বরের রাজ্য নির্মাণের তাদের লক্ষ্য স্থির করে থাকে৷

  • পরিচর্যা

    বিনামূল্যের খ্রীষ্টীয় পুস্তক,ই-বুক ও অডিও বুক বা শ্রবণক্ষম পুস্তক অনুবাদ ও প্রকাশ

    সমগ্র জগতে সুসমাচার প্রচার করবার ক্ষেত্রে সর্বাধিক ফলপ্রসু উপায়ের একটি হল পুস্তক পরিচর্যা বা লিটারেচার মিনিস্ট্রি৷ সেই অনুসারে, আমরা রেভাঃ পল সি.জং- এর খ্রীষ্টীয় পুস্তকের ধারাবাহিকক্রম বা সিরিজ ৮০ টির বেশি প্রধান ভাষায় প্রকাশ করেছি, এবং আমরা আরো অধিক আত্মাদের প্রভুর ধার্মিকতার দিকে চালিত করবার উদ্দেশ্যে কঠোর পরিশ্রম করে চলেছি৷ আমরা চাই আপনি একজন অনুবাদক/প্রুফ রিডাররূপে আমাদের পরিচর্যায় যুক্ত হওয়ার ব্যাপারে বিবেচনা করুন৷ আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তাহলে দয়া করে “একজন সহকর্মী হওয়ার জন্য সাইন আপ করুন” বাটনে ক্লিক করুন৷

The New Life Mission

আমাদের জরিপে অংশ নিন

আপনি আমাদের সম্পর্কে কীভাবে জানলেন?