ক)পুরাতন নিয়মে সাধারণতঃ পশুবলিদানের মাধ্যমে প্রতিকার/প্রতিবিধান হতো (যাত্রা ৩০:১০, (লেবীয় ১:৪, ৪:২০-২১পদ)।
খ) পুরাতন নিয়মের মত নূতন নিয়মেও বলিদানের মাধ্যমে প্রতিবিধানের প্রথা অনুসরন করা হয়েছে। অর্থাৎ যীশুর মাধ্যমে মানুষ পাপ থেকে উদ্ধার পায়। প্রেরিত পৌল বলেছেন যে যীশু আমাদের পাপের জন্য প্রাণ বিসর্জন দিয়েছেন (১ করি ১৫:৩ পদ)। প্রতিবিধান বলতে যীশুর মৃত্যুর দ্বারা শুধু আসল পাপ মুক্তির কথা বলা হয়নি; কিন্তু সকল মানুষের সকল পাপের কথা বলা হয়েছে।
বাপ্তিস্মের মাধ্যমে যীশু সব মানুষের পাপভার নিজের কাঁধে তুলে নিলেন এবং ক্রুশে রক্তপাতের মাধ্যমে সমগ্র মানব জাতিকে উদ্ধার করলেন (লেবীয়১:১৫ ও যোহন ১৯:৩০ পদ)।
২করিঃ৫:১৪ পদে প্রেরিত পৌল বলেন, “একজন সকলের জন্য মরিলেন।” ২১ পদে বলেন “আমাদের জন্য”; “আমাদের সকলের পক্ষে শাপস্বরূপ হইলেন” – গালাঃ৩:১৩পদ। নতুন নিয়মের অনেক স্থানে যীশুকে বলিরূপে দেখানো হয়েছে (ইফিঃ৫:২পদ), (যোহন ১:২৯,৩৬পদ) মেষশাবক – যোহন বাপ্তাইজক) এবং ১করি ৫:৭ পদ (“আমাদের নিস্তারপর্ব”-প্রেরিত পৌল)।
যা হোক, যর্দন নদীতে যীশুর বাপ্তিস্মকে- জগতের সমস্ত পাপের প্রতিবিধান হিসাবে দেখিয়েছেন। রোমীয় ৬ অধ্যায়ে তিনি বিশ্লেষণ করেছেন- যোহন বাপ্তাইজকের মাধ্যমে বাপ্তিস্ম গ্রহনের দ্বারা জগতের সমস্ত পাপ তাঁর উপরে বর্তিয়েছে। তিনি আরো বলেছেন যে, যীশুর ক্রুশীয় মৃত্যু পাপের জন্য ন্যায়বিচার ও মুক্তিপণ; এবং প্রায়শ্চিত্ত রূপে তিনি সমগ্র মানুষের আত্মার পক্ষে নিজেকে সমর্পণ করলেন।
পুরাতন নিয়মের প্রায়শ্চিত্তের বলিদান বিষয়টি যীশুর মৃত্যুতেই পরিপূর্ণতা পেয়েছে। পুরাতন নিয়মের হস্তার্পণ প্রথা নূতন নিয়মে যীশুর বাপ্তিস্মের প্রতিরূপ এবং তা ঈশ্বরের ব্যবস্থানুরূপে (যিশাইয় ৫৩:১০ পদ, মথি ৩:১৩-১৭ পদ, ইব্রিয় ৭:১-১০,১৮ পদ, ১পিতর ৩:২১ পদ)।
শুধু যীশুর বাপ্তিস্ম ও মৃত্যু ঘোষণা করেই নূতন নিয়ম শেষ হয়ে যায়নি বরং যীশুতে বাপ্তাইজিত হয়ে এবং তাঁর মৃত্যুর মাধ্যমে পরিত্রাণকার্য সম্পূর্ণরূপে সাধিত হয়েছে (রোমীয় ৬:৩৭ পদ, গালাতীয় ২:১৯,২০ পদ)।
যোহন বাপ্তাইজকের দ্বারা যীশু খ্রীষ্টের বাপ্তিস্ম নেওয়ার অর্থ হলো তিনি সমগ্র জগতের পাপভার কাঁধে তুলে নিলেন এবং তারই ফলশ্রুতিতে ক্রুশে মৃত্যুবরণ করলেন। বাপ্তিস্ম ও রক্ত দ্বারা যীশু খ্রীষ্ট যে শুধু জগতের পাপ ধুয়ে নিলেন এবং ব্যাথা বহন করলেন তাই নয়, কিন্তু শয়তানের কবল থেকে আমাদের মুক্ত করলেন। মানুষের প্রাপ্য শাস্তি নিজে নিলেন এবং ঈশ্বরের শক্তি প্রাপ্ত হলেন। পাপের প্রতিবন্ধকতা মানুষের সাথে ঈশ্বরের যে বিচ্ছেদ ঘটিয়ে ছিল, যীশু সেই সমস্যার সমাধান করলেন, মানুষকে পাপ থেকে উদ্ধার করলেন। এই বিশেষ ঘটনার ঈশ্বর এবং মানুষের মধ্যে শান্তি ও যোগসূত্র; পরিত্রাণের আনন্দ (রোমীয় ৫:১১), জীবন (রোমীয় ৫:১৭,১৮) এবং উদ্ধার (মথি ৩:১৫, যোহন ১:২৯, ইব্রীয় ১০:১-২০, ইফিষীয় ১:৭, কলসীয় ১:১৪ পদ) আনয়ন করলেন।