Search

বিনামূল্যে মুদ্রিত বই এবং
ই-বুক ও অডিও বুক

জল ও আত্মার সুসমাচার

আপনি কি সত্যই জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত?
  • ISBN8983142251
  • পৃষ্টা367

বাংলা 1

আপনি কি সত্যই জল ও আত্মা হতে নূতন জন্ম প্রাপ্ত?

Rev. Paul C. Jong

সূচীপএ

মুখপত্র

প্রথম অংশ - উপদেশ পৃষ্ঠা নং 
1. প্রথমে আমাদের অবশ্যই জানতে হবে যে, পাপ থেকে আমাদের উদ্ধার পেতে হবে (মার্ক ৭:৮-৯, ২০-২৩) 
2. মানুষ জন্মগতভাবে পাপী (মার্ক ৭:২০-২৩) 
3. ব্যবস্থা অনুসরন করলে কি আমরা মুক্তি পাব? (লূক ১০:২৫-৩০) 
4. শাশ্বত মুক্তি (যোহন ৮:১-১২) 
5. যীশুর বাপ্তিস্ম ও পাপের প্রায়শ্চিত্ত (মথি ৩:১৩-১৭) 
6. যীশু খ্রীষ্ট জল, রক্ত ও আত্মা দ্বারা এসেছিলেন (১যোহন ৫:১-১২) 
7. যীশুর বাপ্তিস্ম পাপীর পরিত্রাণের প্রতিরূপ (১পিতর ৩:২০-২২) 
৪. অপরিমেয় প্রায়শ্চিত্তের সুসমাচার (যোহন ১৩:১-১৭) 

দ্বিতীয় অংশ – পরিশিষ্ট
1. পরিত্রাণের সাক্ষ্য 
2. সম্পূরক বিশ্লেষণ 
3. প্রশ্ন ও উত্তর 
 
 
এই বইটির মূল বিষয় হল “জল ও আত্মা হতে নুতন জন্ম প্রাপ্ত করা”৷ এই বইটিতে এই বিষয়ের উপর মৌলিক আলোচনা রয়েছে৷ অন্য কথায়, এই বইটি বাইবেলের সাথে কঠোরভাবে সঙ্গতি রেখে আমাদের স্পষ্টরূপে বলে যে নুতন জন্ম আসলে কি এবং কিভাবে জল ও আত্মা হতে নুতন জন্ম প্রাপ্ত করা যায়৷ জল যর্দন নদীতে যীশুর বাপ্তিস্মের প্রতীক এবং বাইবেল বলে যে যীশু যখন যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন, তখন আমাদের সকল পাপ তাঁর প্রতি অর্পিত হয়েছিল৷ যোহন সকল মানবজাতির প্রতিনিধি ও মহাযাজক হারোণের বংশধর ছিলেন৷ প্রায়শ্চিত্তের দিনে হারোণ বলিদানের ছাগের মস্তকে হস্তার্পণ করতেন ও ইস্রায়েলীয়দের বাত্সরিক সকল পাপ সেই ছাগের উপরে অর্পিত করতেন৷ সেটি ছিল আগামীতে আগত উত্তম বিষয়ের প্রতিচ্ছায়া৷ যীশুর বাপ্তিস্ম হস্তার্পনের প্রতিরূপ৷
যর্দন নদীতে যীশু হস্তার্পনের রূপে যীশু বাপ্তাইজিত হয়েছিলেন৷ সুতরাং তিনি তাঁর বাপ্তিস্মের মাধ্যমে জগতের সকল পাপ লাঘব করেছিলেন এবং সেই সকল পাপের নিমিত্ত মূল্য দেওয়ার জন্য ক্রুশারোপিত হয়েছিলেন৷ কিন্তু অধিকাংশ খ্রীষ্টবিশ্বাসীরা জানে না যে যীশু কেন যর্দন নদীতে যোহন বাপ্তাইজক কর্তৃক বাপ্তাইজিত হয়েছিলেন৷ এই বইয়ের মূল কথা এবং জল ও আত্মার সুসমাচারের অপরিহার্য অংশ হল যীশুর বাপ্তিস্ম৷ আমরা কেবলমাত্র যীশুর বাপ্তিস্ম ও তাঁর ক্রুশ বিশ্বাস করবার দ্বারা নুতন জন্ম পেতে পারি৷
ই-বুক ডাউনলোড
PDF EPUB
অডিও বুক
অডিও বুক