• All e-books and audiobooks on The New Life Mission website are free
  • Explore multilingual sermons in global languages
  • Two new revised editions in English have been released
  • Check out our website translated into 27 languages
Search

Tabernacle Study

  • The Tabernacle
  • আবাস তাম্বু যীশু খ্রীষ্টের ছায়া যিনি ইস্রায়েলীয়দের ও যারা তাঁকে বিশ্বাস করে সেই সকলের পাপ ক্ষমা করেছেন৷

  • আমাদের প্রভুই আবাস তাম্বুর মালিক৷ তিনি সেই ত্রাণকর্তা যিনি একেবারেই সকলের পাপ মুছে দিয়েছেন, এবং একই সময়ে, সমগ্র মানবজাতির জন্য নিজেকে উত্সর্গ করেছিলেন৷
  • যদিও ইস্রায়েলের লোকেরা প্রতিদিন পাপ করত, কিন্তু তবুও বলিদান প্রথা অনুসারে আবাস তাম্বুর প্রাঙ্গনে তারাবলিদানের নিঁখুত পশুর মাথায় হস্তার্পণ করবার দ্বারা তারা বলিকৃত পশুতে তাদের পাপ হস্তান্তর করতে পারত৷ এইভাবেই যারাই যাজকদের পরিচর্যাতে ও বলিদানের বিধি অনুসারে বলি উত্সর্গে বিশ্বাস করত, তারা সকলেই তাদের পাপ ধৌত করে এবং তুষারের ন্যায় শুভ্র হয়ে গিয়ে, পাপের মোচন গ্রহণ করতে পারতো৷ একইভাবে, যীশুর বাপ্তিস্ম ও আত্মত্যাগে বিশ্বাস করবার দ্বারা, যা আবাস তাম্বুর সত্য সারবস্তু, ইস্রায়েলের লোকেরা এবং আমরা যারা পরজাতি আমরা আমাদের সকল পাপের ক্ষমার ও চিরকাল প্রভুর সাথে বাস করবার আশীর্বাদে বস্ত্রাবৃত হয়েছি৷
  • শুধুমাত্র ইস্রায়েলীয়রাই নয়, কিন্তু সকল পরজাতীয়রাও কেবলমাত্র যীশুকে, আবাসের প্রভুকে, বিশ্বাস করবার দ্বারা তাদের সকল পাপ হতে মুক্ত হতে পারে৷ আবাস তাম্বু আমাদেরকে ঈশ্বর প্রত্যেককে পাপ মোচনের যে বরদান দিয়েছেন সেটি আসলে কি তা শিক্ষা দেয়৷ এইভাবে, আবাস তাম্বু নিজেই যীশু খ্রীষ্টের প্রকৃত সারবত্তা ছিল৷
  • যীশু পাপীদের ত্রান্কর্ত্তায় পরিনত হয়েছেন৷ প্রতিটি পাপীই, যে যেই হোক না কেন, কেবল যীশুর বাপ্তিস্ম, তাঁর ক্রুশীয় রক্ত, এবং তিনি যে নিজেই ঈশ্বর এই সত্যে, বিশ্বাস করবার দ্বারা পাপশূন্য হতে পারে৷ আমরা নীল, বেগুনী ও লাল সুত্রে আমাদের বিশ্বাসের দ্বারা-অন্য কথায়, যীশুর বাপ্তিস্ম, তাঁর রক্ত ও তাঁর ঈশ্বরত্বে বিশ্বাস করবার দ্বারা ঈশ্বরের বিচারাজ্ঞা থেকে রক্ষা পেতে পারি৷ যীশুই স্বর্গরাজ্যের দ্বার৷
  • প্রেরিত ৪:১২ পদ বলে, “আর অন্য কাহারও কাছে পরিত্রাণ নাই; কেননা আকাশের নীচে মনুষ্যদের মধ্যে দত্ত এমন আর কোন নাম নাই, যে নামে আমাদিগকে পরিত্রাণ পাইতে হইবে”৷ যীশু ব্যতীত অন্য কেউ সকল মানুষকে তাদের পাপ থেকে পরিত্রাণ করতে পারে না৷ যীশু ছাড়া আর কোনো ত্রান্কর্ত্তা নেই৷ যোহন ১০:৯ পদ বলে, আমিই দ্বার, আমা দিয়া যদি কেহ প্রবেশ করে, সে পরিত্রাণ পাইবে, এবং ভিতরে আসিবে ও বাহিরে যাইবে ও চরাণী পাইবে”৷ ১ তিমথীয় ২:৫ বলে, “কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন, তিনি মনুষ্য, খ্রীষ্ট যীশু”, এবং মথি ৩:১৫ বলে, “কিন্তু যীশু উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্ম্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত”৷ এই সবকটি পদ সেই সত্যের সাক্ষ্য দেয়৷
  • যীশু মানবদেহে এই পৃথিবীতে এসেছিলেন, এবং তাঁর বাপ্তিস্ম গ্রহণ করবার (নীল সুত্র) এবং তাঁর রক্ত সেচন করবার দ্বারা (লাল সুত্র), তিনি পাপীদের রক্ষা করেছেন৷ এইরূপে, যীশু সকল পাপীদের জন্য পরিত্রাণের দ্বার হয়েছেন৷ ঠিক যেভাবে আবাসের প্রাঙ্গণ পাকানো নীল, বেগুনী ও লাল সুত্রে নির্মিত ছিল, সেইভাবেই এই পৃথিবীতে এসে, প্রথমেই যোহন বাপ্তাইজকের নিকট বাপ্তিস্ম গ্রহণের মাধ্যমে নিজের উপর জগতের পাপ তুলে নিয়েছিলেন৷ সেইভাবে, তিনি বলিদানের নৈবেদ্যে, ঈশ্বরের মেষশাবকে পরিণত হয়েছিলেন (যোহন ১:২৯)৷
  • দ্বিতীয়, এইভাবে তাঁর বাপ্তিস্মের মাধ্যমে সকল পাপীদের অপরাধসকল তুলে নেওয়ার পর, তিনি তাদের স্থলে মৃত্যুবরণ করেছিলেন এবং যারা বিশ্বাস করে তাদের নুতন জীবন দিয়েছেন৷ তৃতীয়, এই যীশু স্বয়ং ঈশ্বর৷ আদিপুস্তক ১:১ বলে, “আদিতে ঈশ্বর আকাশমণ্ডল ও পৃথিবীর সৃষ্টি করিলেন,” এবং আদিপুস্তক ১:৩ বলে, “এবং ঈশ্বর কহিলেন, “দীপ্তি হউক, তাহাতে দীপ্তি হইল”৷ যীশুই লোগোস (logos) এর ঈশ্বর, যিনি তাঁর বাক্যের দ্বারা সমগ্র বিশ্বব্রহ্মান্ড ও তার মধ্যেকার সকল কিছু সৃষ্টি করেছিলেন৷
  • ঈশ্বর মোশিকে আবাস তাম্বুর প্রাঙ্গনের দ্বার নীল, বেগুনী ও লাল এবং মিহি পাকানো সুত্র দ্বারা তৈরী করতে বলেছিলেন৷ যীশু যিনি স্বয়ং ঈশ্বর, তিনি এই পৃথিবীতে মানব দেহে আগমন করে পাপীদের ধার্মিক করবার কার্য পূর্ণ এবং তাঁর বাপ্তিস্ম ও ক্রুশে তাঁর মৃত্যুর মাধ্যমে তাঁর লোকেদের তাদের সকল পাপ থেকে রক্ষা করেছিলেন৷ এই তিনটি পরিচর্যা হল সেই উপায় বা পথ যার দ্বারা খ্রীষ্ট পাপীদের রক্ষা করেছেন, এবং সেগুলি সত্যের প্রমাণ৷.
  • ইফিষীয় ৪:৪-৬ পদে প্রেরিত পৌল বলেছেন, “দেহ এক, এবং আত্মা এক; যেমন আবার তোমাদের আহ্বানের একই প্রত্যাশায় তোমরা আহূত হইয়াছ। প্রভু এক, বিশ্বাস এক, বাপ্তিস্ম এক, সকলের ঈশ্বর ও পিতা এক, তিনি সকলের উপরে, সকলের নিকটে ও সকলের অন্তরে আছেন৷” এই বাক্য পাপ থেকে নীল, বেগুনী ও লাল এবং মিহি পাকানো সুত্র দ্বারা নির্মিত পরিত্রাণকে দর্শায়৷
  • আমাদের আবাস তাম্বুর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষনের মাধ্যমে, আমাদের অবশ্যই তার সঠিক সত্য উপলব্ধি করতে হবে, এবং সেই উপায়ে আমাদের সকল পাপের ক্ষমা প্রাপ্ত হয়ে ধন্য হতে হবে৷
More

আবাস তাম্বুর ছবির একটি গ্যালারী দেখবার জন্য এবং প্রতিটি ছবির সাথে সম্পর্কযুক্ত শিক্ষা পড়বার জন্য নিচের বিভাগ বা ক্যাটাগরি থেকে বেছে নিন

The New Life Mission

TAKE OUR SURVEY

How did you hear about us?